পতিতাবৃত্তির অভিযোগে মালে গ্রেফতার ৭ নারী ও ২ পুরুষ

মালদ্বীপের  রাজধানীতে অভিযান চালিয়ে সাত বিদেশী নারী ও দুই পুরুষকে গ্রেফতার করেছে মালদ্বীপ  ইমিগ্রেশন।

 

ইমিগ্রেশন এবং পুলিশ পতিতাবৃত্তিতে জড়িত বিদেশীদের  খোঁজে বের করতে বিশেষ  অভিযান চালিয়ে ।এই  ধরনের পাঁচটি মামলায়  নয়জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, বলে জানিয়েছে অভিবাসন বিভাগ ।

তাদের মধ্যে  ২৭,৩৩,৩৫, ও ৩৬ বছর বয়সী দুই নারি ও ৪১  বছর বয়সী দুজন পুরুষকে  গ্রেপ্তার করা হয়েছে।

ইমিগ্রেশন জানিয়েছে যে পাঁচজন মহিলা এবং একজন পুরুষ এর  মামলাগুলি তদন্ত করার পরে তাদেরকে নিজ দেশে  নির্বাসিত করা হয়েছে । বাকি তিনজনকে ও তদন্তশেষে  নিজ দেশে ফেরত পাঠানো হবে   বলে জানিয়েছে অভিবাসন বিভাগ ।

অভিবাসন বিভাগ তাদের নাম, বয়স এবং ছবি প্রকাশ করলেও  তাদের  দেশের নাম  প্রকাশ করেনি।

উল্লেখ গত ফেব্রুয়ারিতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে   শুধুমাত্র দ্বীপ দেশের রাজধানী মালে শহরে  বিভিন্ন নামে ১১১ টি পতিতাবৃত্তিকে চিহ্নিত করা হয়েছে।