আমি নিজেকে যে কতোটা গুটিয়ে নিয়েছি, সেটা আমার বিধাতাই ভালো জানে।এই যে তোমরা দেখছো আমায় ছুটে চলছি, কথা বলছি, খিলখিলিয়ে হাসছি?অথচ তোমরা এটা দেখতে পারছো না,মুখোশের পিছনে একটা অভিমানী মুখ লুকিয়ে আছে।
যে প্রত্যাখ্যানের এফোঁড়ওফোঁড় সহ্য করতে না পেরে গুটিয়ে নিয়েছে নিজেকে।আলাদা করে ফেলেছে সবার থেকে। অভিনয়টাকে সত্য বলে চালিয়ে দিচ্ছে সবার মাঝে, অথচ কেউ টের পাচ্ছ না।বিশ্বাস করো, তোমরা যাকে দেখো, সে আমি নই।
আমি হারিয়ে গেছি, ফুরিয়ে গেছি ভীষণভাবে, অভিনয় করতে করতে ক্লান্ত বি’ধ্ব’স্ত হয়ে পরেছি।চোখের জল, বুকের র’ক্তক্ষরণ ঢাকা পরেছে মিথ্যে হাসির পেছনে।আর তোমরাও সেই হাসিটাকে সত্য ভেবে,অহংকারী মনে ঈ’র্ষা করো।করতেই পারো, আপত্তি নেই।
তবে, জেনে রাখ সত্যের মাঝে বেঁচে থাকা আনন্দের আর তোমরা মিথ্যার আগুনে পুড়ে হবে ছারখার!