শাহজাহান বাশার।,এএনবিটোয়েন্টিফোরডটনেট স্টাফ রিপোর্টার
নতুন করে দেশ গড়ে তুলতে সবাই আরো আন্তরিক হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহ’র মরণোত্তর একুশে পদক প্রাপ্তি উপলক্ষ্যে শনিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রাজনৈতিক দলগুলো, শেষে ছাত্র-জনতার লড়াইয়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে।
বিএনপি মহাসচিব আহবান জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে বাসযোগ্য একটি দেশ নির্মাণ করা যায় সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মাহফুজ উল্লাহ বাংলাদেশে সাংবাদিকদের জন্য অনুকরণীয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
অনুষ্ঠানে প্রয়াত মাহফুজ উল্লাহর বন্ধু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমির খসরু মাহমুদ চৌধুরী তার প্রতি স্মৃতিচারণ করেন।
সাংবাদিক মাহফুজ উল্লাহকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করায় ড. ইউনূসের সরকারকে ধন্যবাদ জানান বিএনপি নেতারা।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
Design and Developed by: Inzamul Hoque