দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপরাষ্ট্র মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। স্থানীয় শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৫টায়।
রানঅফ ভোটের শীর্ষ দুটি দলের প্রার্থীরা প্রতিনিয়ত নিজেদের মতো করে কৌশল নিয়ে এগিয়েছেন ক্ষমতাসীন এমডিপি দলের প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সলিহ ও বিরোধীদলীয় জোট পিপিএম/পিএনসি দলের প্রার্থী ড. মোহাম্মদ মুইজু। দেশটির ভোটারদের মন জয়ে দিয়েছিলেন তারা নানান প্রতিশ্রুতি।
দ্বিতীয় দফার নির্বাচনে এখন পর্যন্ত ৫২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আজ দুপুর ১টা পর্যন্ত পর্যন্ত ৫২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। মোট ভোটার ১ লাখ ৪৯ হাজার ৫২৪ জন। অর্থাৎ ৫২.৮৭ শতাংশ।