দাউদকান্দিতে যুবকের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে র অভিযোগ উঠেছে । এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার। তবে ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গত ৩০ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে দাউদকান্দি মডেল থানায় অভিযোগ করেন ভিকটিমের বাবা। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ওই যুবকের নাম সাকিব আহমেদ (২৪)। তিনি উপজেলার হাসনাবাদ গ্রামের রিপন মিয়ার ছেলে। বর্তমানে দাউদকান্দি পৌরসভার বলদাখাল এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর বাড়ী দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের বাহেরচর গ্রামে এবং হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। কলেজে যাওয়া-আসার পথে প্রায়ই বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিত বখাটে যুবক সাকিব আহমেদ । তার দেওয়া প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২০ সেপ্টেম্বর কলেজে যাওয়ার পথে কদমতলী সিএনজিস্ট্যান্ড থেকে ভিকটিমকে টানা হেছড়া কালো রংয়ের মাইক্রোবাসে তুলে ঢাকার গাজীপুরে নিয়ে যায়। সেখানে একই এলাকার ফারুক ওরফে আবির আহম্মেদ এর মাধ্যমে কোনাবাড়ী এলাকায় একটি রুম ভাড়া করে আটকে রাখে। এক সপ্তাহ পর ভাড়া করা রুমে ভিকটিমকে রেখে সাকিব ও আবির পালিয়ে যায়। মুঠোফোনের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ভিকটমকে উদ্ধার করেন।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এবং সহায়তাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আলমগীর হোসেন, দাউদকান্দি