ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার উপ-পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায়।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, সকালে ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাট এলাকায় একটি বাস বিকল হয়ে যায়। পরে বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে চাকা সরানোর চেষ্টা করে। এ সময় কয়েকজন গার্মেন্টসকর্মী সংকেত দিয়ে অন্য একটি বাসকে দাঁড় করান। মুহূর্তেই ভালুকাগামী একটি বাস বেপরোয়া গতিতে এসে দাঁড়িয়ে থাকা যাত্রী ও বাসকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ১২ জনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিলেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
নিহতদেরর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।