ভিসা জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত ৫ বাংলাদেশি ও নেপালের এক নাগরিকসহ ৬ জনকে আটক করেছে মালয়েশিয়ার জোহর প্রদেশের ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের ইস্কান্দার পুতেরির গেলাং পাতাহ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাঁচ বাংলাদেশির মধ্যে একজন ওই সিন্ডিকেটের মূল হোতা বলেও জানা গেছে।
বিবৃতিতে বলা হয়, ইমিগ্রেশন অ্যাকশন অ্যান্ড অপারেশনস ইউনিট থেকে জনসাধারণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ অক্টোবর বিকেল ৪টা ৫০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
দেশটিতে চলমান বৈধকরণ প্রোগ্রামের আওতায় অবৈধভাবে এই সিন্ডিকেট গত এক বছর ধরে ট্রাভেল ডকুমেন্ট, এয়ার টিকিট, ই-ভিসা এবং ওয়ার্কফোর্স ডিজাইন প্রোগ্রাম (আরটিকে) ২.০ এবং পিএলকেএস-এর রেজিস্ট্রেশন সেবা জালিয়াতি করে হাজার হাজার রিঙ্গিত আয় করেছেন।
আটকের সময় তাদের কাছ থেকে চারটি ভারতীয় পাসপোর্ট, একটি কম্পিউটার, একটি টাইপ রাইটার, ছয়টি মোবাইল ফোন, ভুয়া ট্রাভেল ডকুমেন্ট এবং পারমিটের পাশাপাশি নগদ বেশ কিছু মালয়েশিয়ান রিঙ্গিত উদ্ধার করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
স্থানীয় ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ৫৫ডি ধারা, পাসপোর্ট আইন ১৯৬৬ এর ১২(১)(এফ), ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ৬(১)(সি) এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬(১এ)(সি) ধারায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এছাড়া বিদেশিদের সুরক্ষার জন্য ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬ (১এ) (সি) ধারা এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ৫৬ (১) (ডি) ধারায় স্থায়ী বাসিন্দা মর্যাদাপ্রাপ্ত সিন্ডিকেটের মাস্টারমাইন্ড বাংলাদেশি এক নাগরিককে আটক করা হয়েছে।