রোববার ১০ নভেম্বর সংবাদ সংস্থা এপি’র এক প্রতিবেদনে বলা হয়, শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রে সংসদের নিম্নকক্ষ কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই ইসরায়েলকে জরুরি ভিত্তিতে ১৪ হাজার ট্যাংকের গোলা দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এসব গোলা মারকাভা ট্যাংকে ব্যবহার করা হবে, যার আঘাতে এরই মধ্যে গাজায় বহু মানুষের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলকে দ্রুত সময়ের মধ্যে গোলা দিতে নিজের বিশেষ ক্ষমতা ব্যবহার করেন বাইডেন। গাজার উত্তরাঞ্চল এবং দক্ষিণের খান ইউনিসকে ঘিরে যখন তীব্র লড়াই চলছে ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া ফিলিস্তিনি পুরুষদের নির্যাতনের চিত্র উঠে এসেছে।
এর আগে গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে প্রস্তাবটি শেষ পর্যন্ত আর পাস হয়নি। এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।