
প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি আনন্দের।জন্মদিন মানেই পরিবার ও বন্ধুদের সঙ্গে একত্রিত হওয়ার একটি সুযোগ। একসঙ্গে কিছু সময় আনন্দে কাটানোর বা অভিনন্দন জানানোর একটি উপলক্ষ এটি।
বন্ধুদের উদ্যোগে পালিত হয় মালদ্বীপ প্রবাসী আলিম দুররানীর জন্মদিন।তিনি পুরো মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীদের একজন পরিচিত মুখ।বন্ধুরা মিলে অত্যন্ত জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে স্থানীয় সময় ৩ মার্চ রাত ১২টা এক মিনিটে মালদ্বীপের রাজধানী মালে একটি রেস্টুরেন্ট কেক কেটে পালন করেন আলীম দুররানির জম্মদিন।
জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির সভাপতি মো.খলিলুর রহমান,মালদ্বীপে বাংলাদেশী ব্যবসায়িক প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্সের কর্ণধার ,বিএনপির সহসভাপতি মো.বাবুল হোসেন,মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,ব্যাবসায়ী ও মালদ্বীপ বিএনপির,সহসভাপতি,আলতাফ হোসেন,ব্যাবসায়ী শফিকুল ইসলাম।
আলিম কেক কাটা শেষে বলেন আমি প্রথমে সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া ও আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কল্যাণে আমি আজ পৃথিবীর আলো দেখতে পেরেছি।আমি সবার কাছে দোয়া চাই।
যারা ৩ মার্চ ১২টা বাজার পর থেকেই শ্রদ্ধেয় বড় ভাই-বোন,সহকর্মী,সহপাঠী,আত্মীয়-স্বজন, ছোট ভাই-বোন ও কেক কাটা আয়োজন করেছে ও দেশ ও প্রবাসে প্রান প্রিয় বন্ধুরা ফেসবুক, মেসেঞ্জার, টেক্সট, হোয়াটসঅ্যাপ, ইমোসহ বিভিন্ন মাধ্যমে যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।