সমুদ্রের মধ্যে আস্ত একটা দেশ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেই দেশটির নাম মালদ্বীপ। ছোট ছোট প্রায় ১ হাজার ২০০ দ্বীপের সমন্বয়ে এই দেশ গড়ে উঠেছে। রাজধানীর নাম মালে। ৬ দশমিক ৮ বর্গকিলোমিটারের এই রাজধানী শহরই তুলনামূলক জনবহুল। মালের পর মাফুসি দ্বীপে কিছুটা গমগমে ভাব মেলে। পুরো দেশের দ্বীপগুলো পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে। সাজানো গোছানো এই দেশের কিছু ছবি দেখে নিন এখানে।
মালদ্বীপ বিমানবন্দরে নেমেই আপনাকে এই সমুদ্রকূল থেকে নির্দিষ্ট দ্বীপে যাওয়ার জন্য স্পিডবোটে উঠতে হবে/
ছবি : সংগৃহীতবিকিনি বিচের এই এলাকায় বিদেশিরা থাকতে পারেন ইচ্ছামতো পোশাকে। তবে লোকালয়ে গেলে পোশাকে মার্জিতভাব থাকা চাই। ছবিতে বিকিনি বিচে সানবাথ নিচ্ছেন অতিথিরা/ছবি : সংগৃহীতমালদ্বীপে প্লেন থেকে নেমেই অতিথিরা ছবি তুলতে দাঁড়িয়ে পড়েন এই ঘাটে। অভিনেত্রী টয়াকেও দেখা গেল সেখানে/ছবি : সংগৃহীতএই দ্বীপটির নাম মাফুসি। এই দ্বীপের একাংশে স্থানীয় অধিবাসীদের দেখা মিলবে/ছবি : সংগৃহীতঝরঝরে রোদের মধ্যে হঠাৎ আকাশ কালো করে মেঘ জমল ওহলু ভ্যালিতে/ছবি : সংগৃহীত