চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ীঘরে হামলা-ভাংচুর, নারী সহ আহত ২

: কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারী সহ দুইজন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা একটি সেমিপাকা ঘর ভাংচুর ও গাছ.পালা কর্তন সহ পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা উত্তরপাড়ার মো: আবু তাহেরের বাড়ীতে। আহতরা হলেন: একই বাড়ীর মৃত যৌবন আলীর ছেলে আবু তাহের (৬৫) ও আবু তাহেরের স্ত্রী আয়েশা বেগম (৫৫)। এ ঘটনায় ভুক্তভোগি আবু তাহের মঙ্গলবার দুপুরে পাঁচজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ (এসডিআর নং-১৯৯৭/২৪) দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা উত্তরপাড়ার মৃত যৌবন আলীর ছেলে আবু তাহের ও একই বাড়ীর মৃত আব্দুল কাদেরের ছেলে মো: রাসেল ও মো: সাইফুল ইসলাম গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বিষয়টি নিয়ে উভয়পক্ষের একটি মামলা আদালতে চলমান রয়েছে। কিছুদিন পূর্বেই মামলার রায় আবু তাহেরের পক্ষে যায়। এরই জেরে বিভিন্ন সময় মো: রাসেল ও মো: সাইফুল ইসলাম গং আবু তাহেরের পরিবারকে হুমকি-ধমকি অব্যাহত রাখে। বিষয়গুলো নিয়ে আবু তাহের প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে ইতিপূর্বে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (২৮ মে) সকালে রাসেল ও সাইফুল গং পরিবারের সদস্য এবং বহিরাগত কতিপয় লোকজন সহ বেআইনী জনতায় সংঘবদ্ধ হইয়া দা-ছেনি, দা, লোহার রড ও লাঠিসোটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবু তাহেরের পরিবারের উপর হামলা চালায়। হামলায় আবু তাহের গুরুত্বর বেদনাদায়ক জখমী আহত সহ তার স্ত্রী আয়েশা বেগমের ডানহাতে দা এর কোপে রক্তাক্ত কাটাছেড়া জখম সহ গুরুত্বর আহত হন। এ সময় হামলাকারীরা আবু তাহেরের একটি সেমিপাকা টেনশেড ঘর ভেঙ্গে চুরমার করে। হামলাকারীরা পরে আবু তাহেরকে শ^াসরোধে হত্যার চেষ্টা সহ তার স্ত্রী আয়েশা বেগমের শ্লীলতাহানীর চেষ্টা করে। পরে তাদের শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত আয়েশা বেগমকে ভর্তি দেয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগি আবু তাহের হামলাকারী একই এলাকার মৃত আব্দুল কাদেরের মো: রাসেল (২৭), মো: সাইফুল ইসলাম (৪২), চিওড়া ইউনিয়নের সারপটি এলাকার আব্দুল করিম (৫৫), আব্দুল করিমের স্ত্রী কাজল বেগম ও পৌরসভাধিন পশ্চিম চাঁন্দিকরার জয়নাল আবেদীন প্রকাশ মরণ এর ছেলে রানা (২৩) নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগির পরিবার।

ভুক্তভোগি আবু তাহের বলেন, ‘আমার ভাতিজারা অজ্ঞাতনামা লোকজনের সহযোগিতায় আমার একটি সেমিপাকা ঘর ভাংচুর করে। এতে বাধা দিলে তারা আমাকে ও আমার স্ত্রীকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা সরকারি হাসপাতালে চিকিৎসা নেই। আমার স্ত্রীর অবস্থা গুরুতর বিধায় ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি দিয়েছে। সে এখানে চিকিৎসাধিন রয়েছে। আমি হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

হামলাকারী রাসেল ও সাইফুল জানান, ‘বিবাদমান জায়গাটি আমাদের। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। আমার চাচা জোরপূকর্বক ওই জায়গায় ঘর নির্মাণ করছে। তাই আমরা স্থাপনা ভেঙ্গে ফেলেছি। হাতাহাতির ঘটনায় কেহ আহত হয়েছে কিনা আমাদের জানা নেই।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’