আগামীর বাংলাদেশে স্বৈরাচারী হওয়ার সুযোগ নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রীর স্বৈরাচারী হওয়ার সুযোগ নেই। আর এজন্যই বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচিত হলে রুল অফ ল, হিউম্যান রাইটস এবং সুশসন নিশ্চিত করার চেষ্টা করবে। আর কখনও যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেই ব্যবস্থা করবে নির্বাচিত সরকার।
তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে জনগণের আকাঙ্খা প্রতিফলিত হবে। অলিগার্কি প্রথা থকবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং সর্বোচ্চ দুই মেয়াদে প্রধানমন্ত্রীসহ ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি, যেখানে কেউ জবাবদিহির উর্ধ্বে থাকবে না।