
কুমিল্লা নামেই বিভাগ চাই, অন্য নামে দরকার নাই।
বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার চার দিনের সফরে এখন মালদ্বীপে।

তাকে স্বাগতম জানাতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বৃহত্তর কুমিল্লা প্রবাসী সংগঠনের আহ্বায়ক মো: দুলাল হোসেন নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা মালদ্বীপের ভেলেনা এয়ারপোটে সাংসদকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।

আগামী শুক্রবার মালদ্বীপের রাজধানী মালে ক্রিকেট স্টোডিয়ামে বৃহত্তর কুমিল্লাবাসীর পক্ষ থেকে সাংসদ আ ক ম বাহাউদ্দিনকে গণসংবর্ধনা দেওয়া হবে।

এই উপলক্ষে মালদ্বীপস্থ সকল প্রবাসী বাংলাদেশীদের জন্য উম্মুক্ত সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়াছে। সাংস্কৃতিক সন্ধায় গান পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পীবিন্দু।