কুমিল্লায় এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের পর বাথরুমে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর গতকাল মঙ্গলবার রাতে ওই গৃহকর্মীকে উদ্ধারসহ গৃহকর্তী ফারহানা ইসলামকে আটক করেছে পুলিশ।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, খবর পেয়ে রাতে ওই গৃহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ ছাড়া অভিযান চালিয়ে লাকসাম থেকে গৃহকত্রী ফারহানা ইসলামকে আটক করা হয়েছে। ওই গৃহকর্মীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। নির্যাতনের শিকার সুমীর বয়স সাত-আট বছর হবে। তার শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয়দের বরাতে এই পুলিশ কর্মকর্তা বলেন, কয়েক বছর আগে কুমিল্লা নগরীর ২১নং ওয়ার্ডের জাঙ্গালিয়ায় সাবেক ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বাসায় গৃহপরিচারিকা হিসেবে সুমীকে আনা হয়। এরপর থেকে প্রায়ই সুমীকে নির্যাতন করা হতো। মঙ্গলবার নির্যাতন শেষে বাথরুমে তাকে আটকে রেখে বাসার দরজায় তালা দিয়ে চলে যান বাসার লোকজন।
পরে সুমীর চিৎকার শুনতে পেয়ে পাশের বাসার লোকজন পুলিশে খবর দেয়। রাতে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ( কুমেক) ক্যাজুলিটি বিভাগে পাঠায়। সুমীর চোখ ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আমরা তদন্ত অব্যহত রেখেছি। সুমীর পরিবার এলে তাদের সঙ্গে কথা বলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বুধবার বেলা ১১টার দিকে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন সুমীর বক্তব্য নিতে গিয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের হাতে লাঞ্ছিত হয়েছেন যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার খোকন চৌধুরী।
তিনি অভিযোগ করে বলেন, সংবাদ সংগ্রহ করতে গেলে হঠাৎ একজন চিকিৎসক এসে আমার সঙ্গে অশালীন আচরণ করেন এবং পরে ধাক্কা দিয়ে ওয়ার্ড থেকে বের করে দেন। তাদের এমন অশালীন আচরণের চিত্রের ভিডিও ধারণ করা হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দীকি বলেন, আমি শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে ছিলাম, খবর পেয়ে হাসপাতালে এসেছি। সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
ছবি: দৈনিক বাংলা