কুমিল্লায় মা-মনি হাসপাতালে আগুন By মোহাম্মদ , মাহামুদুল - July 3, 2024 Share FacebookTwitterWhatsAppPrintTelegram oplus_34 কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে তবে এতে কোনও প্রাণহানির কোনো খবর পাওয়া যায় নি।