
অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ছেলে নিকোলাস পেট্রোকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
নিকোলাস পেট্রো আটলান্টিকো প্রদেশের রাজনীতিবিদ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রেসিডেন্টের শান্তি প্রক্রিয়ায় মাদকপাচারকারীদের অন্তর্ভুক্ত করার বিনিময়ে অর্থ নিয়েছিলেন। অর্থপাচার ও ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে নিকোলাসের সাবেক স্ত্রী ডেসুরিস ডেল কারমেন ভাসকেজকেও গ্রেপ্তার করা হয়েছে।
[bs-white-space]
ডেসুরিস চলতি বছরের শুরুতে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, মাদক পাচারের সাথে জড়িত থাকায় অভিযুক্ত দুই ব্যক্তি নিকোলাসকে তার বাবার নির্বাচনী প্রচারের জন্য অর্থ দিয়েছিল।
প্রেসিডেন্ট গুস্তাভো সবসময়ই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সেজন্যই নিজের ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে ধরিয়ে দেন। একইসাথে নির্ভয়ে ছেলের বিরুদ্ধে তদন্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
[better-ads]