
কয়েকদিনের টানা বৃষ্টিতে দিনাজপুরে বেড়ে গেছে নদনদীর পানি। প্লাবিত হয়েছে নদীপাড়ের বিস্তীর্ণ নিচু এলাকা।
টানা কয়েকদিনের বর্ষণে দিনাজপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে বিভিন্ন স্থানে বসবাসরত বাড়ীঘরে নদীর পানি প্রবেশ করেছে। এতে চরমভাবে দুর্ভোগে পড়েছে মানুষ। গত ২৪ ঘন্টায় জেলায় ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিকে, পূনর্ভবা নদীর তীরবর্তী বিরলের কাঞ্চন ঘাট নয়াপাড়া, সদরের মাহুদপাড়া, কাঞ্চন কলোনী, বিরল মোড়, বাঙ্গি বেচাসহ কয়েকটি এলাকায় বসবাসরত মানুষের বাড়ীঘরে পানি প্রবেশ করেছে।পানিবন্দী এলাকাগুলোতে পরিদর্শনের পাশাপাশি ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে পুনর্ভবা নদীর পানি বিপদসীমার ৯ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জেলার অন্যান্য নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, পুনর্ভবা নদীর পানি সোমবার দুপুর থেকে বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে সোমবার রাতে নদীর পানি বাড়বে। মঙ্গলবার থেকে পানি কমতে শুরু করবে বলে জানান তিনি। তবে অন্য সব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, এটি একটি লঘুচাপ। গত ২৪ ঘন্টায় জেলায় ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এরকম বৃষ্টিপাত চলমান থাকবে। এর আগে রোববার সকাল ৯টা পর্যন্ত জেলায় ১৫৯মিলিমিটার, শুক্রবারে ২০মিলিমিটার ও শনিবারে রেকর্ড হয়েছে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত। আগামী সপ্তাহের প্রথম দিকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি।