গাজা ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়ার এ প্রস্তাব সমর্থন জানিয়েছিল চারটি দেশ। তবে যুক্তরাষ্ট্রসহ চারটি দেশ এ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। এছাড়া ছয়টি দেশ রাশিয়ার পক্ষে ভোট দানে বিরত থাকে।
সোমবার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধে প্রস্তাব উত্থাপন করে এর পক্ষে সমর্থন আশা করেন। পরে এতে অনেক দেশ সাড়া না দেওয়ায় তা প্রত্যাখ্যান হয়।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১৪০০ ইহুদি নিহত হয়। হামাসের হামলার পর পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এ হামলা এখনও অব্যাহত। এতে ২ হাজার ৭৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
এদিকে হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে বুধবার তেল আবিব যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র: আল জাজিরা