মাদারীপুরের আলী হাওলাদার নামের একজনের মৃত্যুর খবর পেয়েছে তাদের পরিবার। দ্রুত আলীর মৃতদেহ ফিরে পেতে চায় পরিবার। মাদারীপুরের মোট ৩ জনের মৃত্যুর কথা শোনা গেলেও আলী ছাড়া আর দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ইটালির দক্ষিণ উপকূলে অভিবাসীদের জাহাজডুবির ঘটনায় মৃত ১১ জনের মধ্যে ৩ জন ব্যক্তি মাদারীপুরের।
ভাগ্যের চাকা ঘোরাতে মৃত্যুর ঝুঁকি নিয়ে অবৈধ পথে স্থানীয় এক দালালের মাধ্যমে ইটালি যাওয়ার জন্য বাড়ি ছাড়ে মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার বাসিন্দা ইজিবাইক চালক আলী হাওলাদার। এজন্য দালালকে দেয়া হয় ১৫ লাখ টাকা।
লিবিয়া থেকে ইটালি যাওয়ার জন্য একবার ইঞ্জিন চালিত নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হয়। এরপর লিবিয়াতে দালালের লোকজনের কাছেই থাকেন তিনি। গত ১৭ জুন আলী অন্যান্যদের সাথে সাগর পাড়ি দিতে গেলে নৌ দুর্ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হয়। মঙ্গলবার আলীর পরিবার সেই নৌ দুর্ঘটনায় আলীর মৃত্যুর সংবাদ পায়।
মৃত আলীর স্ত্রী রোমেনা আক্তার বলেন, আমার ৬ বছরের ছেলে রাফিন এবং ১ বছরের মেয়ে রাবেয়াকে নিয়ে এখন কি করবো আমি? আমার সন্তানদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।