আমাকে দিয়ে যেনো কারো ক্ষতি না হয়, বিএনপি নেতা জসিম উদ্দিন

আমাকে দিয়ে যেনো কারো ক্ষতি না হয়।শনিবার (৭ ডিসেম্বর)।কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কর্মী সম্মমেলন হয়।

 

এই সম্মেলনে কুমিল্লা দঃ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব জসিম বলেন আমাকে দিয়ে যেনো কারো ক্ষতি না হয়। তিনি আরও বলেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে বীরের বেশে।প্রিয় নেতার নির্দেশনায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। বিএনপি একটি সুশৃঙ্খল দল।তাই সকলকে আওয়ামীলীগের ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা যা করেছে তাদের মতো হওয়া যাবে না।

 

জনগণের দ্বারপ্রান্তে গিয়ে বিএনপির নেতাকর্মীরা কাজ করে জনগণের মন জয় করে আগামীতে বিএনপিকে ক্ষমতা আনতে হবে। তিনি আরো বলেন,আমি তিন যুগ ধরে বুড়িচং-ব্রাহ্মণপাড়া জনগণের পাশে থেকে দলের জন্য কাজ করে যাচ্ছি। কোনো দিন দলের কাছে কিছু প্রত্যাশা করেনি তবুও দল আমাকে যে সম্মান দিয়েছে আমি চিরকৃতজ্ঞ।এই দল করতে গিয়ে আমি আমার পরিবারকে সময় দিতে পারিনি এবং আমর স্ত্রীকেও হারিয়েছি।দল ও জনগণের জন্য মাঠে কাজ করি। বার দলের প্রয়োজনে এবং বুড়িচং-ব্রাহ্মণপাড়া মানুষ চাচ্ছে আমি যেন আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করি।দল যদি যোগ্য মনে করেন তাহলে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ।

 

উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ফরিদ উদ্দিন মেম্বার এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন দোলন, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম ভূইয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজির মাহমুদ নছির।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সানা উল্লাহ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, মোঃ বেলায়েত খান , উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান,ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম, ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি ছালেহ আহমেদ, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি হাজী মোঃ মীর আবুল কাসেম,আলী আহমেদ মোস্তফা, রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন,ভারেল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন মেম্বার, বিএনপি নেতা আব্দুল মোমিন।

উক্ত সম্মেলনে  আরও  উপস্থিত ছিলেন , উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন ভূইয়া, মোঃ জামাল হোসেন, আবু নাসের মুন্সী, মনিরুল ইসলাম ভূইয়া, যুগ্ম আহ্বায়ক রহিম খান লিটন,আবু কাউসার,যুবদল নেতা সোহেল রানা ভূইয়া,মাহাবুবুর রহমান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব মোঃ আব্দুল আলীম, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু তাহের, সহ-সভাপতি আবুল হালিম খান, উপজেলা ছাত্র দলের আহবায়ক স্বপন আহাম্মদ পাখি, সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন ভূইয়া, যুগ্ম আহবায়ক তানজিবুর রহমান শুভ, সদর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ কবির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুজন, মৎস্য জীবীদলের নেতা নুরুল ইসলাম,বাকশীমূল ইউনিয়ন যুবদলের আহবায়ক এ কে এম শাহজাহান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাহবুব, মামুন মির, সোহেল, পারভেজ,

 

এসময় প্রধান অতিথির বক্তব্যের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা যুগ্ম সমন্বয়ক মোঃ তানিমের নেতৃত্বে হাজী জসিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই সম্মেলনে বুড়িচং উপজেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির বিভিন্ন ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।