আত্ম-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে রামগড় ৪৩ বিজিবি

 

মোঃমাসুদ রানা,রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি।

 

খাগড়াছড়ির রামগড়ে  ৪৩ বিজিবি কর্তৃক পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ বিভাগের ৪১তম ব‍্যাচের ২৭জন  প্রশিক্ষণার্থীকে  কোর্স শেষে সনদপত্র ও পুরস্কার বিতরণ সহ  সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।

 

 

৬ অক্টোবর (রবিবার )সকাল ৯ঘটিকায় রামগড় ৪৩ বিজিবি ও যুব মহিলা  সমাজ উন্নয়ন সমিতির যৌথ আয়োজনে চৌধুরী পাড়া  পুরাতন হাসপাতাল ভবনে উক্ত সনদ পত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির সহকারী পরিচালক (এডি) রাজু আহমেদ প্রমুখ।

 

 

প্রধান অতিথি লেঃকর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান, পিএসসি অনুষ্ঠানে তার বক্তব্যে  বলেন, ৪৩বিজিবি রামগড় কর্তৃক পরিচালিত ২০২২ শিক্ষাবর্ষের কম্পিউটার ক্লাবে ৪১ তম ব‍্যাচে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দীত,রামগড় ৪৩ বিজিবি  প্রতিনিয়ত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য কম্পিউটার সহ বিভিন্ন উন্নয়মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, ইতিপূর্বে ২০০৮ সালে ৩০জন,২০১০সালে ৮৫জন,২০১১ সালে ৯০জন,২০১২সালে ১১৫জন,২০১৩ সালে ৮৫ জন,২০১৪সালে ১২০জন,২০১৫সালে ৮০জন,২০১৬ সালে ৭০জন,২০১৭ সাল ৮৫জন,২০১৮ সালে ৯০জন,২০১৯ সালে ১২৫ জন,২০২১ সালে ১২০,২০২২সালে ১২০জন সহ মোট ১২০৫জন কে এ ক্লাবের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, এছাড়াও রামগড় জোন অপারেশনাল এবং দৈনন্দিন কার্যক্রমের পাশাপাপাশি এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়ন এবং এলাকায়  আত্ম-সামাজিক উন্নয়নের      লক্ষ্যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে,তারই একটি অন‍্যতম কার্যক্রম হচ্ছে বেকার যুবক যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান,আমি আশা করি  আপনারা এই প্রশিক্ষণ আগ্রহ সহকারে গ্রহন করে আপনাদের ব‍্যক্তি জীবন সহ দেশের আত্ম-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন।

 

পুরস্কার ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষক মোঃ হেলাল উদ্দীন,ডলি মার্মা সহ রামগড় ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তা, মহিলা সমাজ উন্নয়ন সমিতির নেতৃবৃন্দ, প্রশিক্ষণার্থী ও স্থানীয়  সাংবাদিক বৃন্দ।

প্রকাশকঃএম এইচ, কে , উপদেষ্টা সম্পাদক,জাহাঙ্গীর আলম জাবির, ব্যবস্থাপনা সম্পাদকঃনির্বাহী সম্পাদকঃ বার্তা সম্পাদকঃ সাইদুর রহমান মিন্টু এএনবি২৪ ডট নেট নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে । তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি anb24.net is one of the most popular Bangla News publishers. It is the fastest-growing Bangla news media that providesective news within the accurate and obj shortest poassible time.anb24.net intends to cover its reach throughout every district of the country, also global news of every segment such as politics, economics, sports, entertainment, education, information and technology, features, lifestyle, and columns anbnewsbd@gmail.com /mahamudulbd7@gmail.com mahamudul@anb24.net