ফেসবুকের এক পোস্টে সমন্বয়ক আসিফ মাহমুদ সোমবারের কর্মসূচির পরিকল্পনা লিখেছেন।
সেখানে তিনি উল্লেখ করেছেণ, ঘোষিত পয়েন্টগুলোতে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা অবস্থান নিবে সকাল ১১ টা থেকে। শহীদমিনারে ১১ টা থেকে সবাই জড়ো হবেন।
”শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আমরা শাহবাগে যাবে, কেন্দ্রীয় সমাবেশ শাহবাগে হবে। পরিস্থিতি বিবেচনায় চুড়ান্ত ঘোষণা দেয়া হবে শাহবাগ থেকে। পয়েন্টগুলোতেও সে সংবাদ পৌছে দেওয়া হবে।”
”আমরা সুসংগঠিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করবো। কোন ঘোষণা না আসা পর্যন্ত বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি.”লিখেছেন সমন্বয়ক আসিফ মাহমুদ।
সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ টু ঢাকা শিরোনামে ঢাকায় আজ সমাবেশ করার কথা রয়েছে।
বিবিসি বাংলা।