ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর রবিবার (২১ জুলাই )বলেছেন, বাংলাদেশ থেকে কেউ তাঁর রাজ্যে আসলে তিনি আশ্রয় দেবেন। কলকাতায় তাঁর দল তৃণমূল কংগ্রেসের এক সভায় তাঁর বক্তব্য উদ্ধৃত করে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম বিষয়টি জানিয়েছে।
“আমি বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে পারবো না, যেহেতু সেটা আলাদা দেশ। যা বলা প্রয়োজন, তা ভারত সরকার বলবে। এইসব বিষয় ভারত সরকার দেখা-শোনা করে,” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন।
“তবে যদি কোন অসহায় মানুষ বাংলার দুয়ারে আসেন, আমরা তাদের আশ্রয় দেব কারণ জাতিসংঘের নিয়ম অনুযায়ী প্রতিবেশী অঞ্চল বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করতে পারে।”
“আমি সবাইকে উস্কানি এড়ানোর জন্য বাংলাদেশ নিয়ে কোন মন্তব্য না করার আহ্বান জানাচ্ছি। যারা রক্তপাতে ক্ষতিগ্রস্ত, তাদের জন্য আমাদের সমবেদনা এবং সহানুভূতি রয়েছে,” পশ্চিমবঙ্গের মুখ্য মন্ত্রী বলেন।
West Bengal CM Mamata Banerjee says, "Don't worry if any of your family members or relatives are in Bangladesh for work or study. We're ready to help them in return back… I can't comment on Bangladesh (issue), as it’s a separate country. Whatever needs to be said, the Indian… pic.twitter.com/tcE0Ogp2xg
— ANI (@ANI) July 21, 2024