
পানি দুধের সাথে বন্ধুত্ব করল এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে গেল ।এই দেখে দুধ পানিকে বলল
“তুমি যেভাবে শুধু বন্ধুত্বের কারনে নিজের স্বরূপ ত্যাগ করে আমার সাথে মিশে গেলে,আমিও আমাদের বন্ধুত্ব পালন করব, আজ থেকে তুমিও আমার দামেই বিক্রি হবে !”
একদিন দুধকে যখন আগুনে ফোটানো হয় ,তখন পানি বলে,এবার আমার বন্ধুত্ব পালন করার পালা,তাই তোমার
থেকে আগে আমি মৃত্যু বরণ করবো!তাই পানি আগেই শেষ হয়ে যায় !যখন দুধ তার বন্ধু পানিকে এভাবে বিলিন হয়ে যেতে দেখলো,তখন দুধ উথলে উঠে আগুনকে নেভানোর চেষ্টা করে,কিন্তু,যখন কিছু পানির ফোঁটা ছিটিয়ে তার বন্ধুকে উথলানো দুধের সাথে মিলিয়ে দেওয়া হয়,তখন দুধ আবার শান্ত হয়ে যায় !
এই দুনিয়ায় আমরা সবাই কয়েকদিনের মুসাফির মাত্র। অনেকেই চলে গেছে চিরতরে না ফেরার দেশে। আমরা ও একদিন থাকবো না এই মাঠির উপর। আর কয়দিন ও বা থাকবো আমরা এই দুনিয়ায়। এমন কিছু সুন্দর স্মৃতি রেখে যান, যা নিজের অন্তরকে পবিত্র প্রশান্তি অনুভব করাতে পারে।
অন্যকে সুখে রাখার মাঝেই নিজের সুখ লুকায়িত।জীবনের লক্ষ্যটা হোক জীবন দাতাকে খুশী করা,সৃষ্টিকর্তার ভালোবাসার সৃষ্টিকে ভালোবাসা ভালো রাখা। ভালো রাখুন ভালো থাকুন ভালোবাসা অবিরাম।