ফিফা উইন্ডোর প্রথম ম্যাচে দলটা মালদ্বীপের বিপক্ষে হেরে গেছে। ১৭ মিনিটে আলি ফাসিরের করা গোলটাই ব্যবধান গড়ে দিয়েছে দুই দলের।
একের পর এক সুযোগ নষ্ট। শুরু থেকে শেষ পর্যন্ত একই দৃশ্যের পুনর্মঞ্চায়ন যেন হলো বসুন্ধরা কিংস অ্যারেনায়। এভাবে মুড়িমুড়কির মতো সুযোগ নষ্টের খেসারত দিতে হতোই বাংলাদেশকে। কোচ হাভিয়ের কাবরেরার দল সেটা দিয়েছেও।
জামাল ভূঁইয়া এই স্কোয়াডে নেই। তাকে ছাড়া আজ তপু বর্মণের নেতৃত্বে বাংলাদেশ নেমেছিল মাঠে। শুরুটা ভালোই করেছিল। একাধিক সুযোগ মনে করাচ্ছিল, এই বুঝি গোল এল।
গোল শেষমেশ এল, তবে নিজেদের জালে। ম্যাচের ১৭ মিনিটে অভিজ্ঞ হামজার ফ্রি কিক থেকে লাফিয়ে উঠে গোল করেন আলি ফাসির। সেই গোলে এগিয়ে যায় সফরকারী মালদ্বীপ।
এর আগে পরে বাংলাদেশ একাধিক সুযোগ পেয়েছে। কিন্তু রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিমরা সেসব সুযোগ কাজে লাগাতেই পারেননি। ওদিকে মোরসালিন আহমেদও রীতিমতো নিজের ছায়া হয়েই ছিলেন। যার ফলে এই অর্ধে আর গোল পায়নি বাংলাদেশ। বিরতিতে যেতে হয় পিছিয়ে থেকে।
সে ধারা বিরতির পরেও বদলায়নি। বাংলাদেশ একের পর এক সুযোগ তৈরি করে গেছে। তবে সেসব গোলমুখে গিয়ে আলোর দিশা পায়নি। যার ফলাফল ওই প্রথমার্ধে ধারার বিপরীতে হজম করা গোলটা আর শোধ করা হয়নি। ম্যাচটা তাই দলকে শেষ করতে হয়েছে হার দিয়ে।