Home আন্তর্জাতিক ৯ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন

৯ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন

মালদ্বীপে চলতি বছর ৯ সেপ্টেম্বর প্রেসিডেন্ট  নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

মালদ্বীপের নির্বাচন কমিশন (ইসি) রোববার ১৫ জানুয়ারী একটি সংবাদ সম্মেলনে ঘোষণা করে ২০২৩ সালের প্রেসিডেন্ট  নির্বাচন চলতি বছরের  সেপ্টেম্বর মাসের নয় তারিখে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ইসির প্রেসিডেন্ট  ফুয়াদ তৌফিক বলেন, ৯ সেপ্টেম্বরের প্রেসিডেন্ট  নির্বাচনের পর দ্বিতীয় দফায় ভোটের প্রয়োজন হলে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

 

কমিশন আরও নিশ্চিত করেছে যে  এই বছর  ২৮০,০০০  মালদ্বীপের নাগরিক এই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিবে  যা গত  নির্বাচনের তুলনায় ২১০০০ বেশি,

নির্বাচনের প্রচারণার করতে পারবে ১০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

এই বছরের নির্বাচনে মালে’ সিটিতে ১৪৫ টি ব্যালট বাক্স, রাজধানীর পার্শ্ববর্তী দ্বীপ হুলোহুলো মালে’৪৭টি,এবং ভিলিমালে’ ১০ টি, প্রশাসনিক প্রবালপ্রাচীর জুড়ে ৩২৭ টি এবং মালদ্বীপের নাগরিকদের জন্য  বিদেশী ১২টি ব্যালট  বাক্স থাকবে। এর সাথে অতিরিক্তভাবে, কমিশন নিশ্চিত করেছে যে মালদ্বীপের বিভিন্ন পর্যটন রিসোর্ট জুড়ে ৫০টি ব্যালট বাক্স স্থাপন করা হবে।

 

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি