Home প্রবাস ৫১ তলায় ধসে পড়া কংক্রিটের ধ্বংসস্তূপ দুর্ঘটনায় বাংলাদেশি কর্মীর মৃত্যু

৫১ তলায় ধসে পড়া কংক্রিটের ধ্বংসস্তূপ দুর্ঘটনায় বাংলাদেশি কর্মীর মৃত্যু

মালয়েশিয়ায় একটি বহুতল ভবনের নির্মাণ কাজের দুর্ঘটনায় এক বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নাম জানা যায়নি।

আজ মঙ্গলবার ভোরে দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান আমপাংয়ে নির্মাণাধীন অক্সলে টাওয়ারের ৫১ তলায় ধসে পড়া কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে তার মরদেহ পাওয়া যায়।

 

আরো পড়ুনঃপর্নোগ্রাফির অভিযোগে বাংলাদেশি শিক্ষার্থী গ্রেফতার

 

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন সেন্টারের কর্মকর্তা নুরুল আধা আব্দুল মজিদ বলেন, ‘স্থানীয় সময় রাত ১২টা ২৩ মিনিটে খবর পেয়ে ভবনটির ৫১ তলায় ধসে পড়া কংক্রিটের নিচে একজন নির্মাণ শ্রমিকের মরদেহে পাওয়া যায়।’

 

 

 

কংক্রিট কেটে সকাল ৭টা ২১ মিনিটে ধ্বংসস্তূপের নিচ থেকে শ্রমিকের মরদেহ বের করা হয়।

৩৫ বছর বয়সী ওই শ্রমিককে ঘটনাস্থলে যাওয়া মেডিকেল টিম মৃত ঘোষণা করে। মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

এএনবি২৪ ডট নেট’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি