Home আন্তর্জাতিক ১.৬ মিলিয়ন পর্যটক-কে স্বাগত জানিয়েছেন মালদ্বীপ।

১.৬ মিলিয়ন পর্যটক-কে স্বাগত জানিয়েছেন মালদ্বীপ।

মালদ্বীপে এ বছর ১.৬ মিলিয়ন পর্যটকের লক্ষ্যে পৌঁছেছে এটি মালদ্বীপের জন্য গর্ভের বিষয়।

বুধবার ২০ ডিসেম্বর ১.৬ মিলিয়ন পর্যটককে স্বাগত জানাতে মালদ্বীপে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিজিট মালদ্বীপ এর রিপোর্ট অনুসারে,এই বছরের জন্য পর্যটকদের আগমনের লক্ষ্যমাত্রায় পৌঁছেছে ১.৬ মিলিয়নে।সরকারী সংস্থা, শিল্প এবং বিশ্বজুড়ে ভ্রমণ বাণিজ্য অংশীদারদের কঠোর পরিশ্রমের জন্য এই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে বলে মনে করেন পর্যটন শিল্পের জড়িত সংশ্লিষ্টরা।ভিডিও নিউজ দেখতে সাবস্ক্রাইব করুন এএনবি২৪  ইউটিউব চ্যানেল।

 

মালদ্বীপ এয়ারপোর্ট কোম্পানি লিমিটেড (এমএসিএল), পর্যটন মন্ত্রণালয়, মালদ্বীপ ইমিগ্রেশন এবং মালদ্বীপ কাস্টমস সার্ভিসের সহযোগিতায় (এমএমপিআরসি) এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট – ফয়সাল নাসিম।

 

তেজস সঞ্জয় কোঠারি, এই বছর মালদ্বীপে ভ্রমণকারী ১.৬ মিলিয়ন পর্যটক ছিলেন।সঞ্জয় এবং তার স্ত্রী তাদের হানিমুনের জন্য মালদ্বীপে এসেছে । এই দাম্পত্যকে এমএমপিআরসি, ও  মালদ্বীপ পর্যটন মন্ত্রণালয়  থেকে বিশেষ সম্মাননা উপহার দেওয়া হয়েছে।মালদ্বীপ সহ সব খবর জানতে, এখানে ক্লিক করে এএনবি২৪ ডট নেট ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ।

২৭ বছর বয়সী ভারতীয় ভারতীয় নাগরিক তেজস একজন ব্যবসায়ী।

আরও পড়ুন। মালদ্বীপে সম্মানসূচক অ্যাওয়ার্ড পেলেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ

বিমানবন্দর থেকে বের হলে সবাই তাকে স্বাগত জানায়।  মালদ্বীপের ঐতিহ্যবাহী ঢোল ও নাচের মধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।তার সঙ্গে ছিলেন পর্যটনমন্ত্রী মো.আব্দুল্লাহ মাউসুম এবং এমএমপিআরসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও থোয়াইব মোহাম্মদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ১৬ বছরে পদার্পণ করেছে এমআই কলেজ,কৃষি গবেষণায় তাদের সাফল্য চোখে পড়ার মত

 

তেজস তার অনুভূতি শেয়ার করে বলেছেন তিনি তার হানিমুনে মালদ্বীপ এসেছে,কিন্তু তিনি কখনোই এমন কিছু ঘটবে আশা করেননি। তিনি বলেন, এটা তার জন্য খুবই অবাক করার মতো ।

এএনবি২৪ ডট নেট নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে । তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি