Home আন্তর্জাতিক হুলোহুলো মালে মোটরসাইকেলের সংঘর্ষে চারজন আহত।

হুলোহুলো মালে মোটরসাইকেলের সংঘর্ষে চারজন আহত।

হুলোহুলো মালের ভিলা পেট্রোল পাম্প এর কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন কে হুলোহুলো মালে’ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

পুলিশের একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে বলেছে যে শুক্রবার সন্ধ্যা আনুমানিক  ৬:৪৫: মিনিটে দুর্ঘটনাটি  পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চারজন আহত ব্যক্তির পরিচয়   জানা যায়নি।

মামলাটি আরও তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ।

 

এএনবি২৪ ডট নেট

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি