সাড়ে আট বছর প্রেম ১১আগস্ট বিয়ে,১৩ আগস্ট হানিমুনে মালদ্বীপে ফারিণ।
ফারিণের বিয়ের খবর এখন রীতিমত চর্চায়! এরমধ্যেই জানা গেল, বিয়ের দুদিন পর স্বামী শেখ রেজওয়ানকে নিয়ে হানিমুনে মালদ্বীপ উড়াল দিয়েছেন দেশের এই তারকা অভিনেত্রী।
মালদ্বীপের রাজধানী মালে থেকে স্পিডবোটে সমুদ্রে প্রায় ৪০ মিনিটের পথ। চারদিকে সমুদ্রঘেরা একটি দ্বীপ। সেই দ্বীপে বসে সমুদ্রের নীল জলে পা ভিজিয়ে গল্প করে, কখনো আবার নীল জলে সাঁতার কেটে একান্ত সময় পার করছেন সদ্য বিবাহিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও শেখ রেজওয়ান রাফিদ আহমেদ।
সাড়ে ৮ বছর প্রেম করার পর গত ১১ আগস্ট প্রেমিক শেখ রেজওয়ানকে বিয়ে করেছেন ছোট পর্দার তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সোমবার (১৪ আগস্ট) বিকেলে ফেসবুক পাতায় বরের সাথে একটি ছবি দিয়ে বিষয়টি শেয়ার করেন তিনি।
বুধবার ফারিণ জানিয়েছেন, ১১ আগস্ট রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। এরপর ১৩ আগস্ট স্বামীকে নিয়ে হানিমুনের উদ্দেশে উড়াল দিয়েছেন মালদ্বীপ! চলতি সপ্তাহেই দেশে ফিরবেন বলেও জানান ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ এর এই তারকা।
সোমবার (১৪ আগস্ট) বিয়ের খবর প্রকাশের পর দিন বিকেলে নিজের ফেসবুক থেকে বর রেজওয়ানের সাথে আরও দুটি ছবি শেয়ার করেন ফারিণ। বিয়ের দিনের নতুন একটি ছবি ছাড়াও এদিন রেজওয়ানের সাথে একটি পুরনো ছবিও শেয়ার করেন ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত এই অভিনেত্রী। যে ছবিটি ফারিণ আট বছর আগেই তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন!
ফারিণ জানিয়েছেন, রেজওয়ানের সাথে তার প্রেমের শুরু কলেজ জীবন থেকে। অভিনয় জগতে পা রাখার পর জীবন দ্রুত বদলে যায়। আর এই সময়টাতেও ছায়া হয়ে পাশে ছিলেন রেজওয়ান