Home প্রবাস মালদ্বীপের হুরা দ্বীপে মিশনের প্রতিনিধিদল ।

মালদ্বীপের হুরা দ্বীপে মিশনের প্রতিনিধিদল ।

হাইকমিশনের একটি প্রতিনিধিদল মালদ্বীপের হুরা দ্বীপ পরিদর্শন করে।প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিশনের কাউন্সেলর (শ্রম) মো: সোহেল পারভেজ। হাইকমিশনের তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কনস্যুলার সহকারী মো. ইবাদ উল্লাহ্’,কল্যাণ সহকারী জসিম উদ্দিন সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে এএনবি২৪ ডট নেট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

সফরকালে হুরা দ্বীপে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের খোঁজ খবর নেয়া হয় ও কর্মস্থল পরিদর্শন করা হয়। এছাড়াও স্থানীয় কাউন্সিল অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশী কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

দেশ ও প্রবাসের সব খবর সবার আগে জানতে, এখানে ক্লিক করে এএনবি২৪ ডট নেট ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

মতবিনিময় সভায় বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners’ Welfare Board এর সদস্যপদ গ্রহন, ই পাসপোর্ট, স্থানীয় আইন, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন তথ্য ও নির্দেশনা প্রদান করা হয়।

প্রবাসী বাংলাদেশী কর্মীরা রেমিটেন্স প্রেরণ সহজীকরন ও অভিবাসন ব্যয় হ্রাস ইত্যাদি বিষয়ে অনুরোধ জানান।

সোহেল পারভেজ তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্য সুরক্ষার প্রতি যত্ন নিয়ে স্থানীয় আইন মেনে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি সকল প্রবাসীকে বৈধ পথে দেশে রেমিটেন্স প্রেরণের জন্য অনুরোধ করেন।

আরও পড়ুন = মালদ্বীপে ২৮০ বোতল মদ-সহ ৩ ভারতীয় নাগরিক গ্রেপ্তার,

সফরকালে হুরা আইল্যান্ড কাউন্সিল এর প্রেসিডেন্ট ও কাউন্সেলরবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করা হয়। সাক্ষাতকালে উক্ত আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা হয়।

এসময় আনডকুমেন্টেড কর্মীদের দ্রুত বৈধ করনে নিয়োগকর্তাদের উদ্বুদ্ধকরণের জন্য কাউন্সিল কে অনুরোধ জানানো হয়। স্থানীয় কাউন্সিলরবৃন্দ উক্ত আইল্যান্ড এ প্রবাসী বাংলাদেশীদের কাজের প্রশংসা করেন ও প্রবাসী বাংলাদেশীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মাহামুদুল মালদ্বীপ

দেশ ও বিশ্বের সব খবর সবার আগে জানতে , এখানে ক্লিক করে এএনবি২৪ ডট নেট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি