Home প্রবাস সৌদি আরবে স্ট্রোকে আক্রান্ত হয়ে মোহাম্মদ আতিক মারা গেছে।

সৌদি আরবে স্ট্রোকে আক্রান্ত হয়ে মোহাম্মদ আতিক মারা গেছে।

বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আতিক সৌদি আরবের স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে।

 

 

আতিক এর দেশের বাড়ি কুমিল্লা বুড়িচং ছয়গ্রাম-পূর্ব খোদাইধূলী  মরহুম সামসু মিয়ার ১ম পুত্র।

তিনি ৭ই নভেম্বর বেলা ৫ ঘটিকার সময় সৌদি আরবে হার্ট অ্যাটাক করে মৃত্যু বরণ করেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজীউন।

 

দেশের বাড়িতে খোঁজ নিয়ে জানা যায় গত ১মাস আগে উনার বাবা ষ্টোক করে মারা যায়,তার পরের সপ্তাহে উনার দাদী মারা যায়,আর আজ উনি চলে গেছে। প্রায় ১ মাসে একই পরিবার থেকে ৩ জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহ তার পরিবারকে এই শোক সইবার তফিক দান করুক।

দ্রুত মরদেহ দেশে পাঠাতে, বাংলাদেশ দূতাবাস ও প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি