Home ইসলাম সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা ও প্রতিবাদ

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা ও প্রতিবাদ

সুইডেনের রাজধানী স্টোকহোমে তুরস্কের দূতাবাসের সামনে এক কট্টর ডানপন্থী ব্যক্তির পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

 

ইসলামকে শান্তি ও সহিষ্ণুতার ধর্ম উল্লেখ করে- রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বাংলাদেশ ‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে বিশ্বব্যাপী মুসলিমদের ধর্মীয় মূল্যবোধের অপমানের এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।’মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ বিশ্বাস করে, যে কোনো অবস্থাতেই ধর্মের স্বাধীনতাকে অবশ্যই শ্রদ্ধা করা উচিৎ।

 

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে সব ধরনের উসকানি বন্ধের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে। শনিবার স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে একদল উগ্র ডানপন্থির বিক্ষোভকালে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে।

 

এ ঘটনায় দেশে দেশে নিন্দার ঝড় উঠেছে, বিশেষ করে মুসলিম বিশ্বে। এরই মধ্যে ন্যক্কারজনক এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, জর্ডান, কুয়েত ও বাংলাদেশ।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি