আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে কিল্ক করুনঃ
বিবিসি জানিয়েছে, আজ রোববার ২২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে দেশটির নির্বাচন কমিশন এই ঘোষণা দিয়েছে। কোন প্রার্থী প্রথম রাউন্ডে মোট ভোটের ৫০ শতাংশের বেশি জিততে পারেননি, এ কারণে দ্বিতীয় দফায় ভোট গণনা শুরু হয়।
প্রথম পর্বের গণনায় দিসানায়েক পেয়েছেন ৪২.৪১ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী নেতা সজিথ প্রেমাদাসা পান ৩২.৭৬ শতাংশ ভোট।
ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোট জানিয়েছে, এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার ২৩ সেপ্টেম্বর সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কুমারা দিশানায়েক।
২০২২ সালে তীব্র গণ-আন্দোলনের মুখে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পতন ঘটে। খাদ্য ও জ্বালানিসহ নিত্যপণ্যের তীব্র সংকটের প্রতিবাদে শ্রীলঙ্কার সাধারণ মানুষ রাজপথে নেমে এলে তা একসময় গণআন্দোলনে রূপ নেয়। বিক্ষুব্ধ মানুষেরা প্রেসিডেন্টের বাসভবন দখল করে নিলে গোতাবায়া দেশ ছেড়ে পালান। পরে রনিল বিক্রমাসিংহকে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেশটির সংসদ।