Home খোলা কলাম শান্তির দুনিয়া,গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির

শান্তির দুনিয়া,গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির

শান্তির দুনিয়া

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির

সাইয়্যেদুল মুরসালীন আপনি

রহমাতুল্লিল আলামিন

সারা জাহানের রহমত আপনি

খাতামুন নাবিয়্যিন।

 

আপনার আগমনে বিদূরিত হলো

জুলুম, অন্যায় ,অবিচার সব অন্ধকার

মুক্তির দিশা পেল মানবতা

পেল শান্তির দুনিয়া।

 

কত রক্ত,ঘাম জড়িয়েছ

তায়েফের মরু – প্রান্তরে

দান্দান শহীদ করেছেন আপনি

ওহুদের ওই চরাচরে।

 

ওসওয়াতুন হাসানা আপনি

অনুপম মহিয়ান

আপনার পরশে সোনা হলো

বর্বর যতো মানুষজন।।

মহান আদর্শের হকদার আপনি

হে দয়াল নবী (দরূদ)

শত ত্যাগ আর তিতিক্ষায় আপনি

মূর্তমান ছবি।

মদিনায় আপনি করেছেন এক

ইসলামী রাজ সুমহান

নিপীড়িত মানবতা পেল তাতে

স্বস্থির সন্ধান।

সারা বিশ্বের এই অমানবিক

দ্বন্দ্ব- সন্ধিক্ষণে

আজ বড় প্রয়োজন আপনার

হে নবী ; আমি চাই মনে- প্রাণে তাই।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি