যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের সূচনা করা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। পরে ৫২র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে বক্তব্য দেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাতবর ও চিকিৎসক মোক্তার আলী লস্কর। ভাষা আন্দোলনের ওপর লিখিত দুটি কবিতা আবৃত্তি করেন মিশনের ওয়েলফয়ার অফিসার মো. ময়নাল হোসেন ও আল্ট্রা ব্লু ট্রাভেল অ্যান্ড ট্যুরস সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার শরিফুল ইসলাম।
উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ তার বক্তব্যে শুরুতে ১৯৪৭ সালের এদিনে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে যে সব শহীদ তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম, এ আন্দোলনের মধ্য দিয়ে স্বাধিকার আন্দোলন শুরু হয় এবং পরবর্তীতে এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনবিএল মানিট্রান্সফার মালদ্বীপ প্রাইভেট লিমিটেডের সিইও মোহাম্মদ মাসুদুর রহমান এবং সিনিয়র অফিসার হায়দার আলী সাবু, ভিউ কোম্পানি প্রা. লি. এর সিইও এবং মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, ফুড অ্যান্ড ফুড প্রা. লিমিটেডর সিইও নূরে আলম রিন্টু, প্রবাসী সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন, প্রবাসী ব্যবসায়ী মো. মজিবুর রহমান, মো. মনির হোসেন, মো. ফয়েজুর রহমান, মো. আবু ছালেহ কদ্দুস, মো. সাদেক, মো. নাছির উদ্দিন, মো. অনিছুর রহমান প্রমুখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয় এবং প্রবাসী বাংলাদেশী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।