ডেস্ক রিপোর্ট ঃ
কুমিল্লায় লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মাহি আলম মারুফ (১৭) নামের এক শারীরিক প্রতিবন্ধী কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তুহিনকে (১৭) আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর নোয়াগাঁও ময়নামতি রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
মাহি নগরীর শাকতলা এলাকার বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত তুহিন সদর দক্ষিণ উপজেলার রামনগর এলাকার জহিরুল ইসলামের ছেলে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বিকেলে নোয়াগাঁও ময়নামতি রেলস্টেশনের পাশে মাহিসহ বেশ কয়েকজন কিশোর লুডু খেলছিল। এ সময় তুহিনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তুহিন মাহির পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় প্রথমে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে মাহিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে নোয়াগাঁও এলাকায় গিয়ে কুমিল্লা-চাঁদপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় মাহি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা।
ওসি রফিকুল ইসলাম বলেন, মাহি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে, উভয়পক্ষের মধ্যে পূর্ববিরোধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।