লক্ষ্মীপুরে চেয়ারম্যানে বিরুদ্ধে সাবেক চেয়ারম্যানের সম্পত্তি দখলের অভিযোগ

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষীপুর রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসানের বিরুদ্ধে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্যাহর পরিবারের নিকট থেকে চাহিদা মোতাবেক চাঁদা না পেয়ে নানা ভাবে প্রতারনার আশ্রয় নিয়ে সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। সৃষ্ট ঘটনায় সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্যাহর লন্ডন প্রবাসী পুত্র আব্দুল্লা আল মামুন একাধিক ভিডিও র্বাতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টি আকর্শনের পাশাপাশি আরেকপুত্র ফয়েজ আহমেদের স্ত্রী হাফসা রিমু থানা জিডি ও আদালতে একাধিক মামলা করলেও কোন প্রতিকার পাচ্ছে না। জেলা পরিষদের চেয়ারম্যান এবং চেয়ারম্যানের লোকজনের সযোগীতা চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান বীরদর্পে সম্পত্তির উপর পাকা মার্কেট নির্মান অব্যাহত রেখেছে।
সুত্রে জানায়, উপজেলার পানপাড়া বাজার এলাকায় লামচর ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্যাহর লন্ডন প্রবাসী পুত্র আব্দুল্লাহ আল মামুন ও ফয়েজ আহমেদ গংদের মালিকীয় সম্পত্তির উপর বহুতল মার্কেট নির্মান করার পাশাপাশি মাকের্টের পাশে জেলা পরিষদের সম্পত্তি লীজ নিয়ে দীর্ঘ কয়েক বছর যাবত ভোগ দখল করে আসছে। গত ইউপি নির্বাচনে মোহাম্মদ উল্যাহর দ্বিতীয় স্ত্রী মাহেনারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী হলে ফয়েজ উল্যাহ জিসান স্বতন্ত্র প্রার্থী হয়ে নিবার্চিত হয়। এতে ক্ষীপ্ত হয়ে ফয়েজ উল্যাহ চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহন করার পরেই মোহাম্মদ ঊল্যাহর পরিবার থেকে ৬০লক্ষ টাকা চাঁদা দাবী করে। উক্ত টাকা না দেওয়ায় লক্ষীপুর জেলা পরিষদের চেয়ারম্যানকে ম্যানেজ করে জেলা পরিষদের ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মোঃ নাজিমুল হক সরকারের স্বাক্ষরিত ২১জানুয়ারী-২৩ লজেপ/প্রকৌ/২০২৩/৩০ নং স্বারকে যাত্রী ছাউনী নির্মান করতে মের্সাস সাফওয়ান ট্রেডার্সকে ওর্য়াক অর্ডার প্রদান করে।ওই ওয়ার্ক অডার দিয়ে চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান সম্পত্তি দখলের মিশন শুরু করে এবং রাতের আধারে জেলা পরিষদ মার্কেট নির্মানের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। সোমবার সকালে লন্ডন প্রবাসী আব্দুল্লাহ আল মামুন মুঠোফোনে সাংবাদিকদের জানান, সম্পত্তি দখলে ব্যাপরোয়া হয়ে চেয়ারম্যান জিসান হয়রানী থেকে রক্ষা পেতে আমার ভাই ফয়েজ আহমেদ স্ত্রী হাফসা রিমু বাদী হয়ে জিডি ও লক্ষীপুর আদালতে মামলা দায়ের করলেও নির্মান কাজ অব্যাহত রেখেছে। আমার ভাই ফয়েজ আহমেদ বাধা দিলে চেয়ারম্যান জিসান মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। এব্যাপারে জানতে চাইলে লামচর ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান সম্পত্তি উদ্ধার করে মার্কেট নির্মান করছে। আমি চেয়ারম্যান হিসেবে সরকারী কাজে সহযোগীতা করছি। জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, মোহাম্মদ উল্যাহর পুত্র ফয়েজ আহমেদের লীজ বাতিল করে মার্কেট নির্মান করছি। সরকারী বিধিমোবেক সকল কার্য সম্পাদনা করা হয়েছে।
Sohel Hossain Lakshmipur Representative:
Lakshipur Ramganj Upazila No. 6 Lamchar UP Chairman Faiz Ullah Jisan has been accused of seizing the property by resorting to fraud in various ways without receiving the required contribution from the family of the former chairman Mohammad Ullah. Abdullah Al Mamun, ex-Chairman Mohammad Ullah’s expatriate son in London, published several videos on social media and attracted the attention of concerned officials, as well as Hafsa Rimu, wife of another son, Faiz Ahmed, filed multiple cases in police station GD and court but is not getting any remedy. Zilla Parishad Chairman and chairman’s people cooperation Chairman Faiz Ullah Jisan continued construction of paved market on Birdarpe property.
According to the source, in Panpara Bazar area of ​​the upazila, former chairman of Lamchar UP, Mohammad Ullah’s London expatriate sons, Abdullah Al Mamun and Faiz Ahmed Gongd, have been occupying the property for several years with lease of the Zilla Parishad property next to Makert besides building a multi-storey market. In the last UP elections, Mohammad Ullah’s second wife Mahena contested the elections with the boat symbol, and Faiz Ullah Zeesan was elected as an independent candidate. Enraged by this, Faiz Ullah demanded 60 lakh rupees from Mohammad Ullah’s family after taking over as chairman. Due to non-payment of the money, the Chairman of Lakshipur Zilla Parishad was managed by the Acting Assistant Engineer of Zilla Parishad, Md. Nazimul Haque, and signed by Sarkar on January 21-23. Ullah Jisan started a mission to occupy the property and put up signboards of construction of Zilla Parishad Market in the middle of the night. On Monday morning, Abdullah Al Mamun, a resident of London, told reporters on the phone, “My brother Faiz Ahmed’s wife, Hafsa Rimu, filed a case as a plaintiff in GD and Lakshipur courts in order to escape from chairman Jisan’s harassment due to the possession of property, but the construction work continued. When my brother Faiz Ahmed stopped me, Chairman Jisan sent me to jail with a false case. When asked about this, Lamchar UP Chairman Faiz Ullah Jisan said that the chairman of the district council is building a market after recovering the property. I am assisting in government work as chairman. Zilla Parishad Chairman Mohammad Shahjahan said that the lease of Faiz Ahmed, son of Mohammad Uliah, is being canceled and the market is being built. All works have been edited as per government regulations.

প্রকাশকঃএম এইচ, কে , উপদেষ্টা সম্পাদক,জাহাঙ্গীর আলম জাবির, ব্যবস্থাপনা সম্পাদকঃনির্বাহী সম্পাদকঃ বার্তা সম্পাদকঃ সাইদুর রহমান মিন্টু এএনবি২৪ ডট নেট নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে । তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি anb24.net is one of the most popular Bangla News publishers. It is the fastest-growing Bangla news media that providesective news within the accurate and obj shortest poassible time.anb24.net intends to cover its reach throughout every district of the country, also global news of every segment such as politics, economics, sports, entertainment, education, information and technology, features, lifestyle, and columns anbnewsbd@gmail.com /mahamudulbd7@gmail.com mahamudul@anb24.net