সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: রোটারি ক্লাব অব কুমিল্লা ফেমাস এর পিকনিক ও ফ্যামিলি-ডে কুমিল্লাস্থ ফানটাউন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) বিকালে ক্লাব প্রেসিডেন্ট আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক গভর্নর দিলনাশী মহসিন।
এ সময় আরও বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র রোটারিয়ান মিজানুর রহমান, ফাস্ট জেন্টলম্যান ডা. আবু আইয়ুব হামিদ, ডেপুটি গভর্নর সিপি মহসিন রহমান, আরসি কুমিল্লা ভিক্টোরিয়ার প্রেসিডেন্ট আকাউল মাসুদ, আরসি কুমিল্লা ক্যান্টনমেন্টের প্রেসিডেন্ট বিকাশ সাহা, আরসি চৌদ্দগ্রামের প্রেসিডেন্ট ইলেক্ট জসিম উদ্দিন, ট্রেজারার আব্দুল মমিন।
শুভেচ্ছা বক্তব্য দেন পিপি আব্দুল্লাহ আল মাসুদ নোমান, চার্টার সেক্রেটারি নিপু মজুমদার, আইপিপি ইব্রাহিম খলিল, ক্লাব এডিটর আবদুল জলিল রিপন, ক্লাব এ্যাডমিনিশট্রেশন আবুল হাসনাত জোবায়ের।
পরে প্রেসিডেন্ট ইলেক্ট ডা. আনোয়ার হোসেন, সেক্রেটারি ইলেক্ট রফিক উদ্দিন আহমেদ, প্রেসিডেন্ট নমিনি নিপু মজুমদার ও সেক্রেটারি নমিনি সুলতান আহমেদ ঘোষণা করেন নির্বাচন কমিশনার পিপি আব্দুল্লাহ আল মাসুদ নোমান।