নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশনের কাছে ব্রীজ পার হওয়ার সময় ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয়রা নিহত ব্যাক্তির নাম পরিচয় শনাক্ত করতে পারেনি।
নলডাঙ্গা থানা পুলিশ ও সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার বারনই নদীর রেলওয়ে সেতু পার হচ্ছিলেন ৫৫ বছর বয়সী অজ্ঞাত ব্যাক্তি। এসময় ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ব্রীজের নিচে পড়ে সমিলের স্তুপ করে রাখা কাঠের গুলের উপর পড়ে ঘটনাস্থলে মারা যায় অজ্ঞাত ব্যাক্তি।
স্থানীয়রা নিহত ব্যাক্তির নাম পরিচয় শনাক্ত করতে পানেনি। নিহত ব্যাক্তির পড়নে ছিন নীল রংয়ের লঙ্গি,সাদা চেক শার্ট ও মুখে সাদা দাড়ি। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোরুজ্জামান বলেন,এ ঘটনায় সাস্তাহার রেলওয়ে থানা পুলিশে খবর দেওয়া হয়েছে।
ফজলে রাব্বী,নলডাঙ্গা,নাটোর।