Home খেলা রেকর্ড বিপিএলে চতুর্থ শিরোপা জিতলো কুমিল্লা

রেকর্ড বিপিএলে চতুর্থ শিরোপা জিতলো কুমিল্লা

বিপিএলের নবম আসরের শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে সিলেটকে ৭ উইকেটে হারিয়ে রেকর্ড চতুর্থ বারের মত বিপিএল শিরোপা জিতলো কুমিল্লা। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৭৫ রান সংগ্রহ করে সিলেট। জবাবে ব্যাট করতে নেমে ৪ বল আর ৭ উইকেট হাতে রেখেই সহজ জুয় তুলে নেয় কুমিল্লা।

৫ বলে দরকার ১ রান। ব্যাটে জনসন চার্লস। সিঙ্গেল নিয়ে দলের জয় নিশ্চিত করেন চার্লস। আর শিরোপা জয়ের উল্লাসে ফেটে পড়ে কুমিল্লা শিবির। ইতিহাস গড়ে চতুর্থ শিরোপা ঘরে তুললো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় সিলেট। ওপেনার তওহীদ হৃদয় ফিরে যান শুন্য রানে। এরপর অধিনায়ক মাশরাফি মর্তুজাও ফেরেন মাত্র ১ রান করে।

তবে এক পাশ আগলে রাখেন ওপেনার নাজমুল শান্ত। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে করেন ৭৯ রানের জুটি। মঈন আলির বলে বোল্ড হয়ে ফেরার আগে শান্তর ব্যাট থেকে আসে ৪৫ বলে ৬৪ রান।
এরপরেই দলের হাল ধরেন মুশফিক। সাবেক এই বাংলাদেশ অধিনায়কের ৪৮ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ১৭৫ রানের সংগ্রহ পায় সিলেট।

জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেনি ওপেনার সুনিল নারায়েন। ৫ বলে ১০ রান করে ফেরেন এই ক্যারিবীয় ব্যাটার।বিগ ম্যাচে ব্যর্থ অধিনায়ক ইমরুল কায়েসও। ফেরেন মাত্র ২ রান করে। তবে কুমিল্লাকে ম্যাচে ফেরান লিটন দাস ও জনসন চার্লস।

তবে ৫৫ করে লিটন ফিরে গেলে ভাঙ্গে দুজনের ৭০ রানের জুটি। এরপর মঈন আলিকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন চার্লস। ৫২ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন এই ক্যারিবিও ব্যাটার।

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি