Home সারাদেশরামগড় রামগড় ৪৩ বিজিবি কর্তৃক সেগুন গোলকাঠ আটক

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক সেগুন গোলকাঠ আটক

 

 

মোঃমাসুদ রানা,রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ                                                                                                                         খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বিজিবি জোন এলাকায় অবৈধভাবে সেগুনগোলকাঠ পাচারের সময় আটক করা হয়।                                                                                                               ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার  ১২.৩০ ঘটিকায় রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি এর একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত ব্যাটালিয়ন সদরের প্রধান ফটক এর সামনে হতে মালিকবিহীন সেগুন গোলকাঠ আটক করা হয়, যার বাজারমূল্য ৭৭,১৪৫ টাকা। আটককৃত সেগুন গোলকাঠ রামগড় বনবিটে জমা করা হয়েছে।

 

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক মোঃহাফিজুর রহমান বলেন,সীমান্তে মাদকসহ জোন এলাকায় অন্যান্য যেকোন অপকর্ম মোকাবেলায় আমরা প্রস্তুত।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি