Home সারাদেশ রামগড় ৪৩ বিজিবি কর্তৃক গোলকাঠ ও ভারতীয় ঔষধ আটক

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক গোলকাঠ ও ভারতীয় ঔষধ আটক

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

১৭ অক্টোবর ২০২২ সোমবার দুপুর ০২.০০ ঘটিকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ মহামুনি বিওপি‘র একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত মহামুনি বিওপির ফেনী নদীরকুল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ আটক করা হয়, যার সর্বমোট বাজার মূল্য-৫,৬৩,১২১টাকা।

আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ রামগড় থানায় জিডি করে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।এছাড়া বিকাল ০৪.০০ ঘটিকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ হেয়াকো বিওপি‘র একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভুজপুর থানার অন্তর্গত হেঁয়াকো বিওপির মোহাম্মদপুর নামক স্থান হতে ০২ জন পলাতক আসামীসহ আকাশমনি গোলকাঠ এবং ০১ টি হিনো পিকআপ আটক করা হয়, যার সর্বমোট বাজার মূল্য-২০,৪৫,০০০টাকা।

আটককৃত পিকআপ ও আকাশমনি গোলকাঠসহ ০২ জন আসামীকে পলাতক হিসেবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে হেঁয়াকো বনবিট অফিসে জমা করা হয়েছে। রামগড় ৪৩বিজিবির অধিনায়ক মোঃহাফিজুর রহমান জানান,সীমান্ত সুরক্ষার পাশাপাশি, মাদক, চোরাচালান, অবৈধ কর্মকান্ড বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি