রামগড় কেন্দ্রীয় কালীবাড়ির নবগঠিত সভাপতি বিশ্ব ত্রিপুরা ও সম্পাদক শুভাশীষ দাশ।

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

খাগড়াছড়ির জেলার রামগড় উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীন কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে, নব গঠিত পর্ষদের সভাপতি হয়েছেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক শুভাশীষ দাশ।

রোববার (১১ সেপ্টেম্বর) রাতে দক্ষিণেশ্বী কালীবাড়ির অফিস কক্ষে উপদেষ্টা পর্ষদের বৈঠকে আগামী তিন বছরের জন্য নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষনা করেন।প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ রামেশ্বর শীল এর সভাপতিত্বে উপস্থিত সকল সদস্যের সন্মতিক্রমে এ পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

কমিটি গঠন শেষে প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ রামেশ্বর শীল আশা প্রকাশ করেন নতুন পরিচালনা পর্ষদ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের আর্থ- সামাজিক উন্নয়ন ও সুষ্ঠুভাবে প্রাচীন মন্দির পরিচালনায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

 

 

প্রকাশকঃ মোহাম্মদ মাহামুদুল হাসানভারপ্রাপ্ত সম্পাদকঃ কলামিস্ট ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির anb24.net most popular online newspaper bangladesh দুরন্ত সত্যের সন্ধানে আমরা বিশ্বজুড়ে