সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে
মোঃমাসুদ রানা,রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
“সোনালী জীবন “সুখের জীবন” এ প্রতিপাদ্য সামনে নিয়ে খাগড়াছড়ি জেলার রামগড়ে কর্মীদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬শে সেপ্টেম্বর সোমবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর অস্থায়ী কার্যালয় পুরাতন সোনালী ব্যাংকের ৩য় তলায় রামগড় মেট্রোর আয়োজনে,সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ শাহাদাত মজুমদার এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সেলস্ ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন(কিরণ),ব্রাঞ্চ ম্যানেজার ইফতেখারুল আলম, সিনিয়র ইউনিট ম্যানেজার মোহাম্মদ জাবেদ হোসেন পাটোয়ারী প্রমুখ।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর বিভিন্ন পদক্ষেপসমূহ শতভাগ অর্জনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও কর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কর্মশালার প্রধান অতিথি মোহাম্মদ আনোয়ার হোসেন।
কর্মশালা শেষে, কোম্পানীর প্রধান অতিথি উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মীদের উপস্থিতিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী”র রামগড় উপজেলা শাখার স্থায়ী অফিসের উদ্ধোধন করেন।
এছাড়াও কর্মশালায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর ব্রাঞ্চ ম্যানেজার কাজী জালাল আহমেদ, সিনিয়র এফএ আবুল কাশেম ও মোহাম্মদ ইউনুস,মোশারফ হোসেন সহ রামগড় উপজেলায় কর্মরত পুরুষ ও মহিলা কর্মী, উদ্যোক্তা, গ্রাহক সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।