মোঃমাসুদ রানা,রামগড়(খাগড়াছড়ি)
খাগড়াছড়ি জেলার রামগড়ে শালার হাতে দুলাভাই খুন হওয়ার ২৪ ঘন্টার মধ্যে হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও হত্যাকান্ডে ব্যবহৃত একটি এসএসসের লোহার পাইপ ও খেলারব্যাট সহ ঘটনার সাথে জড়িত শালাসহ দুইজন আসামীকে গ্রেফতার করে রামগড় থানার পুলিশ।
বৃহস্পতিবার ২৬শে জানুয়ারি সকাল দশটার সময় জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল মোঃ নাজিম উদ্দিন এর দিক-নির্দেশনায় আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তা ও দীর্ঘদিনের জ্ঞানকে কাজে লাগিয়ে অফিসার ইনচার্জ রামগড় থানা মিজানুর রহমান ও মামলার তদন্তাকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(তদন্ত) রাজীব চন্দ্র কর সহ রামগড় থানার সকল পুলিশের সহযোগীতায় শীতকালীন বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিরতিহীনভাবে অভিযান পরিচালনা করিয়া মাত্র
২৪ ঘন্টার মধ্যেই ঘটনার সহিত জড়িত প্রধান আসামী শ্রীদাস কুমার ত্রিপুরা প্রকাশ সাগর ও তার বন্ধু আকাশ নন্দীকে গ্রেফতার করা হয় এবং মামলার মূল রহস্য উদঘাটনে সফল হয় পুলিশ,গ্রেফতারকৃত আসামীরা বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
গত ২৪/০১/২০২৩খ্রিঃ রাত ১১.৩০ ঘটিকার সময় পারিবারীক কলহের জের ধরে দ্বীপক ঘোষ প্রকাশ মুন্না(৩৮), পিতা-রাখাল চন্দ্র ঘোষ, সাং-শশ্মানটিলা, ০১নং ওয়ার্ড, রামগড় পৌরসভা, তাহার স্ত্রীর আপন ভাই(শ্যালক) শ্রীদাস কুমার ত্রিপুরা প্রকাশ সাগর(২৪), পিতা-তপন কুমার, সাং-সুকেন্দ্রাই পাড়া, ০২নং ওয়ার্ড, রামগড় পৌরসভার ও তাহার বন্ধু আকাশ চন্দ্র নন্দি(২৪), পিতা-শুভংকর নন্দী, সাং-শশ্মানটিলা, এসএসের স্টিলের পাইপ ও ক্রিকেট খেলারব্যাট দিয়ে মাথায় বারি মারিয়া নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে মৃত দ্বীপক ঘোষ প্রকাশ মুন্না(৩৮), এর পিতা রাখাল চন্দ্র ঘোষ বাদী হয়ে রামগড় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহা মামলা নং-০৬,
তাং-২৫/০১/২০২৩খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।