মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ের খাদ থেকে এক অজ্ঞাত বাঙ্গালী বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে ৪টায় রামগড় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের নাকাপা চাষি নগর এলাকায় পাহাড়ের খাদ থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
স্থানী সুত্রে জানা গেছে পাহাড়ি টিলায় গরু-ছাগল চড়াতে গিয়ে এলাকার কিছু শিশু লাশটি দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়, পরে এলাকার লোকজন বিষয়টি নাকাপা পুুলিশ ক্যাম্পে অবগত করে।
রামগড় থানার এস আই মোহাম্মদ মহসিন মস্তফা জানান, লাশের বিষয়টি এলাকাবাসী নাকাপা পুলিশ ক্যাম্পে জানালে তাদের মাধ্যমে থানায় জানানো হয় পরে আমার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে, এলাকার লোকজন উক্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে না পারায় এ বিষয়ে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)