Home জাতীয় রাজধানীর হাতিরঝিলে বাসাথেকে নারী-সাংবাদিকের মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিলে বাসাথেকে নারী-সাংবাদিকের মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিলে বাসা থেকে এক নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শারমিন শবনম অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য রিপোর্ট’-এর অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, খবর পেয়ে ওই বাসায় গিয়ে মঙ্গলবার বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মরদেহ উদ্ধারের সময় বাসায় কাউকে পাওয়া যায়নি।’

 

ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে বলেও জানান ওসি।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি