Home জাতীয় রাজধানীর মালিবাগ এলাকার সুইসাইড নোট লিখে ১০ তলা থেকে স্কুলছাত্রীর ঝাঁপ

রাজধানীর মালিবাগ এলাকার সুইসাইড নোট লিখে ১০ তলা থেকে স্কুলছাত্রীর ঝাঁপ

সুইসাইড নোট লিখে রাজধানীর মালিবাগ এলাকার ১০ তলা ভবন থেকে লাফিয়ে ফারজানা (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের ছাত্রী বলে জানা গেছে।

 

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মালিবাগের মৌচাকের নিজ বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে ওই তরুণী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। শাহজাহানপুর থানার এসআই তমা বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।ভিডিও নিউজ দেখতে সাবস্ক্রাইব করুন এএনবি২৪  ইউটিউব চ্যানেল।

পুলিশের এই কর্মকর্তা জানান, মৌচাকের বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের ওই ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নিহত স্কুলছাত্রী ওই ভবনের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকত। আজ দুপুর দেড়টার দিকে হঠাৎ করে ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন।

 

এসআই তমা বিশ্বাস জানান, পরীক্ষায় অকৃতকার্য করার অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষককে দায়ী করা হয়েছে সুইসাইড নোটে। তাদের পরিবারের সঙ্গে এখনো বিস্তারিত কথা বলা যায়নি। মর্গে তার মা এসেছেন। তার সঙ্গে এখনো আমরা কথা বলতে পারিনি। তবে সুইসাইড নোটে আর কি লেখা হয়েছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা।

 

এদিকে, ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন, দুপুরের দিকে এক মেয়ের লাশ আনা হয়েছে। মেয়েটি ১০ তলা ভবন থেকে পড়ে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি।মালদ্বীপ সহ সব খবর জানতে, এখানে ক্লিক করে এএনবি২৪ ডট নেট ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি