ভারতের উত্তরপ্রদেশের আউরাইরা জেলায় শিক্ষকের বেধড়ক প্রহারে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
আনন্দবাজার জানায়, গত ৭ সেপ্টেম্বর সমাজ বিজ্ঞানের পরীক্ষায় একটি বানান ভুল করে নিখিত দোহর নামে দশম শ্রেণির এক ছাত্র। নামের বানান ভুলের জন্য তাকে রড দিয়ে বেধড়ক মারধর করে তার শিক্ষক অশ্বিনী সিংহ। মারধরের কারণে নিখিত বেশি অসুস্থ হয়ে গেলে তাকে জেলার সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সে মৃত্যুবরণ করে।
পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার এড়াতে পালিয়ে রয়েছেন। তার সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
সহপাঠীর মৃত্যুতের শিক্ষকের বিচার দাবিতে স্কুলের সামনের পথ অবরোধ করে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ ক্রমেই সহিংস হয়ে ওঠে। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আরো পড়ুনঃভারতীয় আদালত একটি মসজিদে নিয়ে করা মামলায়, হিন্দু পক্ষের আবেদন বহাল রেখেছে।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে নিখিতের বাবা দাবি করেছেন, নিখিতের চিকিৎসার জন্য প্রথমে দশ হাজার টাকা দিয়েছিলেন অশ্বিনী। পরে আরও ৩০ হাজার টাকা দেন তিনি। কিন্তু তার পর থেকেই তিনি আর নিখিতের বাবার ফোন ধরছেন না।
তিনি আরও অভিযোগ করেন, অশ্বিনীর সঙ্গে দেখা করতে গেলে তাকে দলিত বলে গালিগালাজ করে তাড়িয়ে দিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক।
এএনবি২৪ ডট নেট, আন্তর্জাতিক।